প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে দুই ভাইয়ের মারামারির ঘটনায় আহত ভাই জুয়েল হোসেনের (৩৩) মৃত্যুর গুঞ্জন উঠেছে। ১ সেপ্টেম্বর শুক্রবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গুঞ্জন উঠে। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওলিপুর গ্রামের কাজী বাড়ির চাঁন মিয়ার ছেলে। এর আগে গত পনর দিন পূর্বে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই হেনজুর (৩৮) সাথে তার মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১৫ দিন পূর্বে জুয়েল হোসেন ও তার বড় ভাই হেনজুর সাথে ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন জুয়েল। পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া যায়।
এরপর গত ১০/১৫ দিন তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মারা যান। এদিকে জুয়েল হোসেনের মৃত্যুর পরে গুঞ্জন ওঠে দুই ভাইয়ের মারামারিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবার কেউ বলছেন, তিনি অসুস্থ ছিলেন। অসুস্থজনিত কারণে তিনি মারা গেছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, জানতে পেরেছি তাদের দুই ভাইয়ের মধ্যে বিবাদ ছিল। আবার জুয়েল হোসেন অসুস্থও ছিলেন। তিনি গত ১০/১২ দিন ঢাকায় চিকিৎসা নিয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন ওনি (জুয়েল) কীভাবে মারা গেছেন, বিষয়টি ডাক্তার (চিকিৎসক) ভালো বলতে পারবেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ সংবাদকর্মীদের জানান, এ বিষয়ে হাজীগঞ্জ থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।