প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
![গৌরবের ৭১ বছরে খেলাঘর আসর চাঁদপুর জেলার শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব](/assets/news_photos/2023/06/27/image-34813.jpg)
খেলাঘর আসরের গৌরবের ৭১ বছর উদযাপন উপলক্ষে চাঁদপুরে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব জেলা কমিটির সভাপতি হাফেজ আহমেদের সভাপ্রধানে ২৪ জুন অনুষ্ঠিত দিনব্যাপী উৎসবের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা।
আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন মোরশেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, খেলাঘর জেলা সম্পাদক শ্যাম সুন্দর মন্ডল ও উদযাপন পরিষদের আহ্বায়ক অরুণেন্দ্র কিশোর চক্রবর্তী। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খেলাঘর জেলা কমিটির সদস্য শরিফ চৌধুরীর সঞ্চালনায় এবং খেলাঘর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মৃনাল সরকার ও যুগ্মণ্ডসম্পাদক রুমা সরকারের পরিচালনায় খেলাঘরের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।