বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর সিএসডি গুদামে পুরোদমে চলছে বোরো চাল সংগ্রহ
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলা খাদ্য বিভাগের মাধ্যমে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) তথা চাঁদপুর সরকারি গুদামে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ চলছে পুরোদমে।

সিএসডি চাঁদপুর-এর ব্যবস্থাপক রবীন্দ্রলাল চাকমা জানান, এখানকার গুদামে ৪৮৭০ মেঃ টন চাল সরবরাহের জন্যে স্থানীয় ১২টি অটোরাইচ মিলের সাথে চুক্তি করা হয়েছে। ২৬ জুন পর্যন্ত খাদ্য গুদামে তারা চাল সরবরাহ করেছে ৪৩৬৪ মেঃ টন। এবার তাদের গুদামে চলতি মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬৭০০ মেঃ টন। যার ৮০% সংগ্রহ হয়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক মহোদয় চাল সংগ্রহের ব্যাপারে খুবই আন্তরিক এবং যাতে চাল শতভাগ সংগ্রহ হয় মিল মালিকদের সাথে এ বিষয়ে সভা করে অনুরোধ করেছিলেন। মিল মালিকরা জেলা প্রশাসকের অনুরোধ রক্ষা করে চাল দিচ্ছেন। সে সুবাদে মিল মালিকরা চুক্তির ৮০% অধিক চাল সরবরাহ করতে সক্ষম হয়েছেন এবং বাদবাকি চালও নির্ধারিত সময়সীমার মধ্য সরবরাহ করবেন বলে জানিয়েছেন।

এদিকে মিল মালিকরা জানান, এবারও তারা ধানের দাম বেশি হওয়ায় লাখ লাখ টাকা লোকসান দিয়ে ডিসি সাহেবের অনুরোধে সরকারি গুদামে চাল দিচ্ছেন।

এবার সরকারিভাবে ৩০ টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকদের নিকট থেকে ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়