বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্টে নারীর মৃত্যু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে সাহিদা বেগম (৬০) এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব সন্তোষপুর গ্রামে শনিবার ১০ জুন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাহিদা বেগম ওই গ্রামের আবুল হোসেন মাঝির স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাহিদা বেগম গৃহস্থালির কাজ করার পাশাপাশি হাঁস-মোরগ পালন করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যার সময় বাড়ির পাশের একটি খালে তার নিজের পালিত হাঁস খুঁজতে গেলে বিদ্যুতের খুঁটির সাথে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এ সময় প্রতিবেশী জিল্লুর রহমান তাকে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের এজিএম মোঃ নজির উল্যাহ জানান, বিদ্যুতায়িত নারীর মৃত্যুর খবর আপনার মাধ্যমে অবগত হয়েছি। তদন্ত করে বিদ্যুতায়িত হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়