রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

মেঘনায় কাঠের বোটসহ ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ
স্টাফ রিপোর্টার ॥

মৎস্য সম্পদ রক্ষায় চাঁদপুরে মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও লালপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোট, ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) পাঙ্গাস মাছের পোনা ও ৩টি পাঙ্গাস ধরার ফাঁদ (চাঁই) জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করেন। বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩টি পাঙ্গাস মাছের পোনা ধরার ফাঁদ (চাঁই) জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাঙ্গাসের পোনার সাথে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে অংশ নেন চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম ও চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাঁইগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়