প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁদপুর জেলা জাতীয় পার্টি। চাঁদপুরের কৃতী সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং চাঁদপুর-৩ আসনের তিনবারের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।