রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০

লিজা ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চেম্বারের উদ্বোধন
অনলাইন ডেস্ক

চাঁদপুরে মেসার্স লিজা ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চেম্বারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের ৩য় তলায় উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা শাখার কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এমএ ওয়াদুদ। তিনি বলেন, লিজা ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চেম্বারটিতে থেরাপির ব্যবস্থা রয়েছে। এখানে বয়স্ক ও মুক্তিযোদ্ধারা সেবা নিতে পারবেন। অত্যাধুনিক মেশিনের ব্যবস্থা রয়েছে।

সাংবাদিক কেএম মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি সাহা, সাংবাদিক কামরুল ইসলাম ও মোহাম্মদ হৃদয়।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীমপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আহসান হাবীব।

মেসার্স লিজা ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চেম্বারের পরিচালক লিজা জানান, এখানে বাত ব্যথা, প্যারালাইসিস, হাত-পা বেঁকে যাওয়া, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাড় জোড়া ব্যথায় ফুলা, মুখ বেঁকে যাওয়া, জন্মগত বিকলাঙ্গ, হাড় ক্ষয়জনিত ব্যথা, শিশুদের হাত-পা বেঁকে যাওয়া, ক্রীড়া ও আঘাত জনিত ব্যথা চিকিৎসা করা হয়।

সবশেষে চাঁদপুরে মেসার্স লিজা ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চেম্বারের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়