প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. মোস্তফা কামাল।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এজেডএম রফিকুল হাসান রিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ, অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ, অ্যাডভোকেট আহসান হাবীব, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকী, অ্যাডভোকেট জসিম ভূঁইয়া মিঠু প্রমুখ।
সভায় সমিতির বেলাভোলেন্ট ফান্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমিতির অন্য আইনজীবীগণ।