প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০
![কচুয়া ও ফরিদগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার](/assets/news_photos/2023/05/04/image-32531.jpg)
এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে দুই পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এদের একজন কচুয়ার আরেকজন ফরিদগঞ্জের। গতকাল বুধবার এসএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন এ বহিষ্কারের ঘটনা ঘটে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গতকাল বুধবার ছিল এসএসসি পরীক্ষার তৃতীয় দিন। এদিন ছিল ইংরেজি ১ম পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র মোঃ মাহফুজ (রোল ৫৭৪২৩২)কে এবং ফরিদগঞ্জ উপজেলার ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরামপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী শামিমা সুলতানা সিপা (রোল ৩৭২১৮৩)কে বহিষ্কার করা হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদের বহিষ্কার করা হয়।