রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০

জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥

‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সহ চাঁদপুর জেলার ৮ উপজেলায় একযোগে পালিত হয়েছে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্য সহকারীসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সিভিল সার্জন কার্যালয়ের সামনে র‌্যালির নেতৃত্ব দেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং কেক কাটেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২মে কলকাতায় ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকার (মুজিবনগর সরকার)-এর কার্যালয়ে প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২মে কে ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ পালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়