রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০

প্রধান শিক্ষকের পদ হারালেন হান্নান মিজি
স্টাফ রিপোর্টার ॥

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হান্নান মিজি (ইনডেক্স-৪৪৫৮০০)-এর এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে। ফলে তিনি আর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এমনটাই জানিয়েছে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সর্বশেষ গত ৩০ এপ্রিল ২০২৩-এ বিষয়ে চিঠি ইস্যু করে মাউশি। সহকারী পরিচালক (মাধ্যমিক উইং) কাওছার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মোঃ হান্নান মিজির বিরুদ্ধে ‘সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেও পূর্ব পদের অর্থাৎ করণিক পদের এমপিও গ্রহণ করার অভিযোগ, অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি পাওয়ার পূর্বে নিয়োগ দেয়ার অভিযোগ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রেজুলেশনে জনাব মোঃ হান্নান মিজি নামটি পৃথকভাবে সংযোজনের অভিযোগ এবং মোঃ রফিক উল্লাহ পাটওয়ারী নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রাখার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়’।

চিঠিতে আরও বলা হয়, ২০২২ সালের ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক কারণ দর্শানো হলে মোঃ হান্নান মিজি কর্তৃক দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এর ১৮.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী তার এমপিও বাতিল করার জন্য সূত্রোক্ত শিক্ষা মন্ত্রণালয়ের পত্র মোতাবেক নির্দেশনা প্রদান করা হয়।

এই চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হান্নান মিজির এমপিও মে/২০২৩ মাসে বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয় মাউশি।

সর্বশেষ গতকাল ৩ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হান্নান মিজি (ইনডেক্স-৪৪৫৮০০)-এর বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিদ্যমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ১৮.১ (গ) অনুযায়ী এমপিও বাতিলপূর্বক এমপিও সিট হতে নাম কর্তন করা হয়েছে।

এই নির্দেশ অনুসারে হান্নান মিজি প্রধান শিক্ষক পদের অযোগ্য হলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়