প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০
এমবিবিএস কোর্স স্বীকৃতি অথরিটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন টিম চাঁদপুর মেডিকেল কলেজ ও আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসেছে। ছয় সদস্যের এই পরিদর্শন টিম গতকাল বুধবার পরিদর্শনে আসেন। এই টিমের আহ্বায়ক হচ্ছেন বিএমএন্ডডিসির স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির চেয়ারম্যান ও স্বাচিপের সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ। আর সদস্য সচিব হচ্ছেন বিএমএন্ডডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ লিয়াকত হোসেন। অন্য চার সদস্য হলেন- ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নূরুল হুদা লেনিন, একই মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মীর মাহফুজুল হক চৌধুরী, মাতুয়াইল ইন্সটিটিউট অব চাইল্ড এন্ড মাদার হেল্থ-এর গাইনী এন্ড অব্স বিভাগের অধ্যাপক ডাঃ দিলরুবা আক্তার এবং ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডাঃ খাদিজা আক্তার ঝুমা।
আহ্বায়ক অধ্যাপক ডাঃ এমএ আজিজের নেতৃত্বে ছয় সদস্যের এই পরিদর্শন টিম ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ হতে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর কর্তৃক পরিচালিত এমবিবিএস কোর্সের স্বীকৃতির নিমিত্তে পরিদর্শনে আসেন। গতকাল সকালে তাঁরা মেডিকেল কলেজে আসেন এবং সবকিছু পরিদর্শন করেন। একই সাথে তাঁরা হাসপাতালও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা কলেজের অধ্যক্ষসহ শিক্ষক মণ্ডলী এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিদর্শন টিম প্রধান অধ্যাপক ডাঃ এমএ আজিজ ছাড়াও বক্তব্য রাখেন আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান ও মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশীদ। তিনি চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পটভূমি শিরোনামে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএন হুদা ও সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, মেডিকেল কলেজের শিক্ষকম-লী ও হাসপাতালের বেশ ক’জন চিকিৎসক। মতবিনিময় সভায় পরিদর্শন টিম চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষক স্বল্পতা, ক্লাস রুম, লাইব্রেরি ও আবাসন সমস্যাসহ সার্বিক বিষয়াদি পর্যালোচনা করেন। একই সাথে তাঁরা শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু সুপারিশ করেন।