রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০

অসহায় শ্রমিককে ঘর নির্মাণে আর্থিক অনুদান দিলেন রেদওয়ান খান বোরহান
অনলাইন ডেস্ক

মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চাঁদপুরের মেহনতী শ্রমিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং আন্তর্জাতিক মে দিবসের তাৎপর্য তুলে ধরেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্মণ্ডসাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

পহেলা মে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদরের বড় স্টেশন মাছঘাটে শ্রমিকদের সাথে তিনি মিলিত হন। সেখানে তিনি শ্রমিকদের সুখণ্ডদুঃখের খোঁজ খবর নেন। পরে দোকানঘর, বহরিয়া বাজার, হরিণা ফেরিঘাটে এবং চান্দ্রা চৌরাস্তা ও হাইমচর উপজেলার আলগী দক্ষিণের পূর্বচর ইষ্টপুর গ্রামের ভাইয়া ব্রিকফিল্ডে ইটভাটার মেহনতী শ্রমিকদের সুখণ্ডদুঃখের খোঁজ-খবর ও মহান মে দিবসের তাৎপর্য সম্পর্কে শ্রমিকদের কাছে তুলে ধরে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে সকল শ্রমিকদের হাতে ঠাণ্ডা ফ্রিজিংও কোল্ডড্রিংস তুলে দেন রেদওয়ান খান বোরহান।

এছাড়াও তিনি হাইমচরের তেলির মোড়ের মাছ ঘাটের শ্রমিকদের ও নৌ শ্রমিকদের সাথে তিনি মিলিত হন এবং বিভিন্ন শ্রেণি পেশার শ্রমিকদের সাথে মিলিত হয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি সকল শ্রমিকদের কল্যাণে সবসময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন পাটওয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা প্রমুখ।

দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড মুকিমপুরের অসহায় ঘরহীন মেহনতী শ্রমিক মোঃ ফয়সাল খান ওরফে আলহাজ্ব খানকে তার নতুন ঘর নির্মাণের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান ও তরুণ সমাজসেবক মোঃ মেহেদী হাছান খান, মোঃ হুমাউন খান, মোঃ ফজলে রাব্বি খান ও মোঃ ওমর ফারুক খান শান্ত।

এ ছাড়াও তিনি চাঁদপুর সদরের দোকানঘর সংলগ্ন জাফরাবাদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়