রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০

রবীন্দ্রনাথ-নজরুলের জন্মবার্ষিকী উদযাপনে বরাদ্দ সাড়ে ২৭ লাখ টাকা
অনলাইন ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ৫৫ জেলার অনুকূলে ২৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ও ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপনের ব্যয় নির্বাহের জন্যে ২০২২-২৩ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কোড নং-১৩৪১১১১৯১৩৪-৩৮২১১১৫ এর সাংস্কৃতিক মঞ্জুরি (নজরুল-রবীন্দ্র জয়ন্তী) খাতের বরাদ্দ থেকে ৫৫ জেলার অনুকূলে সর্বমোট ২৭ লাখ ৫০ হাজার টাকা নির্দেশক্রমে বরাদ্দ দেয়া হলো।

বরাদ্দের শর্তে বলা হয়, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। এ অর্থ ব্যয়ে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে, অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে ফেরত দিতে হবে। ব্যয় বিবরণীসহ অনুষ্ঠান সম্পাদনের প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়