রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০

দেশের ধারাবাহিক উন্নয়নে  শ্রমিকদের অবদান অস্বীকার করা যাবে না
বিমল চৌধুরী ॥

মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিকলীগসহ শ্রমজীবী মানুষের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে বলেন, দেশের ধারাবাহিক উন্নয়নে শ্রমিক শ্রেণির অবদান অস্বীকার করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক স্বার্থ সংরক্ষণে অত্যন্ত আন্তরিক রয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়। তাই আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন শ্রমবান্ধব সরকার। শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে সরকার সব সময় আন্তরিক রয়েছেন। আজকের শ্লোগান ‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। আর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল যে দল সকল শ্রেণি-পেশার মানুষের কর্মের মূল্যায়ন করে, আর মানুষকে সম্মান দিতে জানে। আওয়ামী লীগ ভোগে বিশ্বাসী নয় ত্যাগে বিশ্বাসী বলেই আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সকল শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার ভোগ করছে। তিনি বলেন, মে দিবস হলো শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। এই অধিকার আদায় করতে গিয়ে হাজার হাজার শ্রমিক নিহত হয়েছেন। তিনি মে দিবসের তাৎপর্য ও তুলে ধরে বলেন, আপনারা জানেন বঙ্গবন্ধু বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, এদেশের মানুষের অধিকার চাই। তাই আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বিভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সকল মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে। যারা স্বার্থের জন্য রাজনীতি করে এমন লোকের আমাদের দলে কোনো প্রয়োজন নেই। পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবো। জাতির পিতা বঙ্গবন্ধুকে যে শক্তি হত্যা করেছে, সেই শক্তির সাথে আমাদের কোনো আপস নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের (ওহিদ) পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, চাঁদপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, শ্রমিক লীগ নেতা টিপু দেওয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়