রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০

হাইমচরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৪৩
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

সারাদেশের ন্যায় হাইমচরেও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখার পরীক্ষা। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসির বাংলা প্রথম পত্র, দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনাল শাখায় বাংলা বিষয়ে পরীক্ষা শুরু হয়। এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখা মিলে হাইমচর উপজেলায় মোট ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ১৭জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১৭ জন। চরভৈরবী উচ্চ বিদ্যালয়ে একটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোকেশনাল শাখার পরীক্ষা। ঐ কেন্দ্রে ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ২২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করনে। প্রথম দিনে বাংলা বিষয়ে ৯জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, হাইমচরে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকশেনাল শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো আপত্তিকর ঘটনা কিংবা কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করার মতো ঘটনা ঘটেনি। আমাদের কেন্দ্রের হল সুপারসহ পরিদর্শকরা অত্যন্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে। আমরা আশা করি অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা সমাপ্ত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়