প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
কচুয়া চলমান এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। গতকাল মঙ্গলবার মনোহরপুর ফাজিল মাদ্রাসা ও বিতারা আলিম মাদ্রাসার কেন্দ্রে দাখিল আরবি ১ম পত্র পরীক্ষার দুই শিক্ষার্থী বহিষ্কার করা হয়। শিক্ষার্থীরা হচ্ছেন মনোহরপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জান্নাতুল আক্তার নাইমা ও মাঝিগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, পরীক্ষার নকল করার দায়ে তাদের বহিষ্কার হয়েছে। সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬শ’ ৬৭, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫শ’ ৫৫০, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৬শ’ ৮৫, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৫শ’ ১২, আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৬শ’ ২৭, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩শ’ ৯৭, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ২শ’ ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
মাদ্রাসার শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ৫শ’ ৬০ জন, বিতারা আলিম মাদ্রাসায় ৩শ’ ৭১, মনোহরপুর ফাজিল মাদ্রাসায় ৪শ’ ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ১শ’ ৬৬ জন অংশগ্রহণ করেন।