মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০

পুরাণবাজারে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত
মিজানুর রহমান ॥

চাঁদপুর শহরের পুরাণবাজারে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। ১ মে সোমবার বিকেল ৪টার দিকে নিতাইগঞ্জ সড়কের সাবেক অগ্রণী ব্যাংক শাখার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তাসফিয়া (৪) পুরাণবাজার লোহারপুল শাহী মসজিদের খাদেম ও মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের আল আমিনের মেয়ে।

জানা যায়, শিশু তাসফিয়া মায়ের সাথে মতলব থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। তার নানা জলিল মিয়ার বাড়ি নিতাইগঞ্জ মুসলিম যুবক সমিতির মসজিদের কাছে।

ঘটনার দিন নানার বাড়ি থেকে তাসফিয়া ছোট মামা ও খালার সাথে রাস্তায় বের হয়। ঘটনাস্থলের চা দোকানদার শাহাদাত জানান, আচমকা দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল তাসফিয়া। তখন চলন্ত অটোবাইকের সামনের অংশে প্রচণ্ড ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তাসফিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে চিকিৎসক সূত্রে জানা যায়।

মেয়েটির নানা জলিল মিয়া জানান, সবই আল্লাহর হুকুম, কাকে দোষ দিব। নাতনিকে কবর দেয়ার জন্যে রাতেই মতলবে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আল আমিন ও মা তানজিলাসহ পরিবারের সবাই শোকে আহাজারি করছে।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ ফায়ার সার্ভিস এলাকার এই স্থানে আবাসিক এলাকাসহ একটি কিন্ডারগার্টেন স্কুলও রয়েছে। ব্যস্ত এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এখানে একটি স্পীড ব্রেকার দেয়া দরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়