প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
মে দিবসে জেলা প্রশাসনের র্যালি ও আলোচনা সভা
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে
------------জেলা প্রশাসক কামরুল হাসান
‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও শ্রমকল্যাণ কেন্দ্র, চাঁদপুরের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের নিয়ে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ মে সকাল ১০ টায় র্যালিটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএম-বার)।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে খাদ্যাভাব নয়, খাদ্য জ্ঞানের অভাব। কোন্ খাবার খেলে শরীরে শক্তি যোগায় সে বিষয়ে আমরা অজ্ঞ। তেমনি আমাদের চলাচলের জন্যে রয়েছে অনেক ধরনের যানবাহন। সব যানবাহনে যাত্রী ওঠা নামার নিয়ম এক রকম নয়। চালক যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করে। তাদের সড়কে গাড়ি চালানোর নেই কোনো অভিজ্ঞতা। কোথায় যাত্রী উঠাবে, আর কোথায় নামাবে এ বিষয়ে চালকের নেই কোনো খবর। জেলা আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় সিএনজি অটোরিকশা ও অটোবাইকের ডান পাশে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এ বিষয়ে মালিক বা চালকগণ কোনো কর্ণপাতই করেনি। তিনি আরো বলেন, চালকের জন্যে প্রশিক্ষণ প্রতি উপজেলায় হবে। আমরা প্রশিক্ষণের আয়োজন করলে চালকরাও থাকতে হবে। তাহলেই সফল হবো। গাড়ি চলাচলে শৃঙ্খলা থাকতে হবে। চাঁদপুর শহরের অধিকাংশ জায়গা রেলওয়ের জায়গা। আপনাদের দাবি গুলো যৌক্তিক। সেগুলো রাষ্ট্রের কল্যাণরই বলেছেন। সবার সহযোগিতা থাকলে এ দাবি বাস্তবায়ন হবে। সরকার সবার কল্যাণ চায়। স্মার্ট বাংলাদেশ মানে প্রতিটি মানুষ সচেতন হবে। সেখানে তাদের দাবি আদায়ে কোনো আন্দোলন করতে হবে না। সকলের সুবিধা নিশ্চিত করতেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএমণ্ডবার তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে ১৬ হাজার সিএনজি অটোরিকশা চলে। সবার তো আর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নেই, সবাই দক্ষ চালকও নন। কোনো রকম গাড়ির স্টিয়ারিং ধরতে পারলেই তিনি চালক হয়ে যান। এ ধরনের সমস্যা চিহ্নিত করে শ্রমিক অথবা চালকদেরই নিরসন করতে হবে। তিনি আরো বলেন, সড়কে চলাচলে অবশ্যই আইন মেনে গাড়ি চালাতে হবে। শ্রমিক যখন কাজ শুরু করবেন, তিনি অবশ্যই ওই কাজের নিয়ম মেনে শুরু করতে হবে। আমরা যানবাহন শ্রমিকদের কাছে চাই শৃঙ্খলা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমকল্যাণ কেন্দ্রের সংগঠক মোঃ হযরত আলী। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা নৌযান শ্রমিক লীগের সভাপতি মোঃ বিপ্লব সরকার, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা, চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্র ১২২০)-এর সভাপতি মোঃ বাবুল মিজি, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির (চট্ট মেট্রো রেজিঃ ১৮৭৮) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুমন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ বিভিন্ন পেশাজীবী শ্রমিকগণ।