প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০
![মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪](/assets/news_photos/2023/05/01/image-32428.jpg)
মতলব উত্তরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। রোববার ৩০ এপ্রিল সকালে এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর কালীতলা কামাল ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন : এখলাছপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে কামাল হোসেন হাওলাদার (৫৫), স্ত্রী মানছুরা বেগম (৫০), তার ছেলে মোঃ মাহফুজ হাওলাদার (২৮) ও আব্দুর রব প্রধানের ছেলে ওসমান গনি (৩৫)।
এ ঘটনায় মোঃ মাহফুজ হাওলাদার বাদী হয়ে মতলব থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলো : একই গ্রামের মৃত বশির উদ্দিন মল্লিকের ছেলে গোলাম হোসেন মল্লিক (৬০), তার ছেলে মোঃ রাসেল মল্লিক (৩৫), সোহেল মল্লিক (৩২), মোঃ রুবেল (২৮) ও মোঃ রাজন মল্লিক (২২)।
ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরাসহ আরো অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার শাবল, ধারালো লোহার ছেনা নিয়ে বাদী পক্ষের লোকজনদের উপর হামলা করে। ১নং বিবাদী রাসেল তার হাতে থাকা লোহার ধারালো ছেনা দিয়ে হত্যার উদ্দেশ্য বাদী মোঃ মাহফুজ হাওলাদারের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায়। তারপর ২নং, ৩নং এবং ৪নং বিবাদীরা তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকেসহ আমার মা-বাবা ও আরেকজন আত্মীয়কে এলোপাতাড়ি মেরে পিঠে, কোমরেসহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে।
বাদী মোঃ মাহফুজ হাওলাদার বলেন, ৩নং বিবাদী আমার সাথে থাকা নগদ ৫১ হাজার ৫শ’ টাকা জোরপূর্বক নিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমার বাবা, মা ও আমার ফুফাত ভাই এগিয়ে গেলে ৩ ও ৪নং বিবাদী এলোপাতাড়িভাবে মারধর করে। পরে আমাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা আমাদেরকে সময় সুযোগমত খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দিয়ে চলে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।