প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০
![কণ্ঠনালীতে মাংসের হাড় আটকে কিশোরের মৃত্যু](/assets/news_photos/2023/04/30/image-32399.jpg)
কণ্ঠনালীতে (গলায়) মাংসের হাড় আটকে মোঃ রবিউল আউয়াল (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ২৯ এপ্রিল বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। সে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের আলীগঞ্জ এলাকার কাজী বাড়ির মোঃ আলমগীর কাজীর ছেলে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সিফাত জানান, পবিত্র ঈদুল ফিতরের পরের দিন নিজ পরিবারের সাথে নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় রবিউল আউয়াল। ওই বাড়িতে খাবার খাওয়ার সময় তার গলায় মাংসের হাড় আটকে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য রবিউল আউয়ালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।