প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০
![এসিড নিক্ষেপে শরীর ঝলসে মৃত্যুশয্যায় গৃহবধূ](/assets/news_photos/2023/04/30/image-32398.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজারে বসতঘর নিয়ে দ্বন্দ্বে পারিবারিক কলহকে কেন্দ্র করে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে শরীর ঝলসে গিয়ে মৃত্যু শয্যায় রয়েছেন সীমা ঘোষ (৩৫) নামে এক অসহায় গৃহবধূ। গত ২৪ এপ্রিল সোমবার সকালে পুরাণবাজার ঘোষপাড়া এলকায় এমন অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। আহত সীমা ঘোষ ওই এলাকার অধির ঘোষের স্ত্রী।
আহত সীমা ঘোষ ও পাড়া-প্রতিবেশীরা জানায়, একই এলাকার প্রতিবেশী দিলীপ সূত্রদের সাথে অধীর ঘোষের বসতঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে প্রায়ই তাদের উভয় পক্ষের অনেক ঝগড়া হতো। ঘটনার দিন সকালে অধীর ঘোষ বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দিলীপ সূত্রধর অধীর ঘোষের সাথে বিভিন্ন কথা উঠিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। আর এই ঝগড়াকে কেন্দ্র করে অধীর ঘোষ তার বসতঘরে ফিরে আসেন। ধীরে ধীরে তাদের ঝগড়া বড় হতে থাকে। ঝগড়ায় লিপ্ত হন দীলিপ সূত্রধরের স্ত্রী স্মৃতি সূত্রধর, তার ছেলে লিমন সূত্রধরসহ পরিবারের লোকজন।
অন্যান্য পাড়া-প্রতিবেশী এবং আহতের পরিবারের লোকজন জানায়, এই ঝগড়ার ফাঁকেই দিলীপ সূত্রধরের স্ত্রী স্মৃতি সূত্রধর ও তার ছেলে লিমন সূত্রধর ফুটানো পানির সাথে এসিড মিশিয়ে সুযোগ বুঝে জানালা দিয়ে সীমা ঘোষের শরীরে নিক্ষেপ করেন। এতে ধীরে ধীরে তার বুক ও স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন অংশে ঠোস পড়তে থাকে। যন্ত্রণায় কাতরাতে থাকেন সীমা ঘোষ।
প্রতিপক্ষের এমন অমানবিক কর্মকাণ্ডের শিকার হয়ে সীমা ঘোষকে যন্ত্রণায় কাতরাতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার বুকের স্পর্শকাতর স্থানসহ শরীরের অনেক জায়গা পুড়ে যাওয়ায় কর্মরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা প্রেরণ করেন।
এদিকে সীমা ঘোষের পরিবার অসহায় হওয়ায় আর্থিক সঙ্কটে ওইদিন তাকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি বলে গত ৪ দিন ধরে পুরাণবাজার ঘোষপাড়া তার নিজের বসতঘরে শুয়ে যন্ত্রণায় কাটিয়েছেন। পরে তাদের এমন অসহায়ত্বের কথা চিন্তা করে পাড়া-প্রতিবেশীরা বিভিন্নজনের কাছ থেকে টাকা উঠিয়ে সর্বশেষ গতকাল ২৯ এপ্রিল তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত দিলীপ সূত্রধরের পরিবারের সাথে কথা বলতে চাইলে তাদেরকে বাসায় পাওয়া যায়নি। বাসায় গিয়ে দেখা যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা তাদের বাসা-বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে।
এদিকে এমন অমানবিক ঘটনাকে মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দিতে প্রভাবশালী দিলীপ সূত্রধরের পক্ষ হয়ে একটি চক্র থানায় দৌড়-ঝাঁপ দিতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখের সাথে কথা হলে তিনি বলেন, আমিও এমন ঘটনা শুনেছি। তবে তা অত্যন্ত দুঃখজনক। আমিও চাই আইনি প্রক্রিয়ায় সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, এমন ঘটনার বিষয় আমরা অবগত হয়েছি। আইনি প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।