রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও মেঘনা নদী উত্তাল থাকায় চাঁদপুর, শরিয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৫টা থেকে চাঁদপুর, শরিয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌরুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

তবে চাঁদপুর-শরিয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর হারিনা ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল চৌধুরী। তিনি জানান, এ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়