রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০

নানুপুরে একটি পরিবারের কাছে জিম্মি পুরো বাড়ির লোকজন ॥ বয়ো-বৃদ্ধকে অমানুষিক নির্যাতন ॥ আটক ৩
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের উত্তর নানুপুর গ্রামের গাজী বাড়িতে সায়েরা বেগমের পরিবারের কাছে যেনো জিম্মি হয়ে আছে পুরো বাড়ির লোকজন। ভয়ঙ্কর ধরনের উচ্ছৃঙ্খল এই পরিবারের ছেলে-মেয়েরা যে কোনো তুচ্ছ ঘটনায় এলাকার মানুষের উপর চড়াও হয় এবং হামলা-মামলা করে মানুষকে হয়রানি করে। তেমনি একটি ঘটনা ঘটেছে গত ২৬ এপ্রিল বুধবার। বাচ্চু গাজী নামে এক বয়ো-বৃদ্ধকে বেদম মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।

জানা যায়, গাজী বাড়ির সায়েরা বেগমের ২ মেয়ে কোহিনুর আক্তার শিল্পী ও জান্নাত। এদের ভয়ে পুরো বাড়ির লোকজন থাকে আতঙ্কে। কখন কার সাথে ঝগড়া করে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে সে ভয়ে সবাই আতঙ্কে থাকে। গত বুধবার কোহিনুর আক্তার শিল্পী ও জান্নাত সম্পত্তিগত বিষয় নিয়ে তার জেঠাতো ভাই বৃদ্ধ বাচ্চু গাজী (৬০)কে ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করে। তাতে বাচ্চু গাজী মাটিতে লুটিয়ে পড়লে শিল্পী, জান্নাত ও পাশের ঘরের রোজীসহ বাচ্চু গাজীকে তুলে নিয়ে নিজেদের সীমানার ভেতর নিয়ে বেধড়ক মারধর করে। এতে বাচ্চু গাজী অচেতন হয়ে পড়ে থাকে। বাচ্চু গাজীর উপর এমন হামলার দৃশ্য বাড়ির অন্য মহিলারা দেখলেও ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, সায়েরা, কোহিনুর আক্তার শিল্পী ও জান্নাত খারাপ প্রকৃতির। তারা মানুষের সাথে সারাদিন ঝগড়াঝাটি করে থাকে। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে স্থানীয় লোকজন দাবি জানান।

এদিকে বৃদ্ধ বাচ্চু গাজীকে আহত করার ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এই মামলার প্রেক্ষিতে বিবাদী জাহাঙ্গীর হোসেন, কোহিনুর আক্তার শিল্পী ও জান্নাতকে পুলিশ শুক্রবার রাতে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশ যখন ওই বাড়িতে যায় তখন বিবাদীরা পুলিশের সাথেও খারাপ এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে জানা গেছে। গতকাল সরজমিনে সে এলাকায় গেলে বাড়ির লোকজন সবাই এই পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়