প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীরা বলছে, এ দেশে নির্বাচন করতে দেবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলার মানুষ আগুন সন্ত্রাস আর মেনে নেবে না। বিএনপি-জামায়াতকে রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগ। সামনেই সংসদ নির্বাচন। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২৯ এপ্রিল শনিবার বিকেলে মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল প্রমুখ।