প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষায়তন আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের ব্যাপক আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বর্ষবরণ ১৪৩০ বঙ্গাব্দ। এ উপলক্ষে আজ ২৯ এপ্রিল শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বিকেল সাড়ে ৩টা থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে আবৃত্তি-নৃত্য-গীত অনুষ্ঠান। সান্ধ্যকালীন অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন সংগঠনের সভাপতি মোঃ মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু।