রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০

পানিতে তলিয়ে নিখোঁজ নিহা
কামরুজ্জামান টুটুল ॥

বাড়ির অন্য শিশুদের সাথে দুপুরে সাঁতার কাটতে গিয়ে বাড়ির পুকুরে নামে নিহা (৬)। সাঁতার কাটাবস্থায় অন্যদের অজান্তে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। এরপরেই শুরু হয় হইচই আর খোঁজা খুঁজি। এক পর্যায়ে নিহাকে পাওয়া যায় অচেতন অবস্থায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সমেশপুর মিজি বাড়িতে। নিহা মিজি বাড়ির দুলাল মিজির বড় মেয়ে। দুলাল মিজি উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের নিকটাত্মীয় তানজিবুল ইসলাম মামুন জানান, শিশুটি প্রতিদিন গোসল করতে পুকুরে যায়। হালকা সাঁতার জানা নিহাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক জানান, অনেক আগেই সে মারা গেছে।

পানিতে ডুবে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়