প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০
![চাঁদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার](/assets/news_photos/2023/04/29/image-32358.jpg)
গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ করেন। পরে তিনি সকল অফিসার এবং ফোর্সদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ, পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্যে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।