প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি](/assets/news_photos/2023/04/28/image-32319.jpg)
অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঠাণ্ডা বাতাসে জুড়িয়েছে শরীর। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তখন বালি ঝড় বইছিলো চাঁদপুর শহর জুড়ে। এর মধ্যে শুরু হয় এক পশলা বৃষ্টি। মাগরিবের নামাজ পর্যন্ত ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শহরবাসী। দীর্ঘদিন পর এই বৃষ্টিতে ধুলাবালি ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। পনের রমজানের পর থেকে সারাদেশের ন্যায় চাঁদপুরের উপর দিয়েও প্রচণ্ড দাবদাহ বয়ে যায়। গরমে চারদিক যেন পুড়ে যাচ্ছিল, ছিলো না বৃষ্টির দেখা। অস্থির হয়ে পড়ে জনজীবন। এমন পরিস্থিতিতে ঈদের পাঁচদিন পর দেখা মিললো স্বস্তির সেই বৃষ্টির।
আবহাওয়া অফিস থেকে আগেই আভাস দিয়েছিলো ঈদের পর বৃষ্টি হবে। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও এতোদিন চাঁদপুরে বৃষ্টির দেখা মিলেনি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের শুকনো রাজপথ এক পশলা বৃষ্টিতে নিমিষে ভিজে যায়।
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গতকাল সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্য কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।