প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![জাতীয় পার্টির বিজয় নিশ্চিতে এখন থেকে মাঠে কাজ করতে হবে](/assets/news_photos/2023/04/28/image-32318.jpg)
ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে উপজেলা জাতীয় পার্টির অফিস কক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন। আরো বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু শেখ। উপস্থিত ছিলেন নাছির শেখ, ফরহাদ শেখ, সোহেল গাজী, রাসেদ গাজী, মোঃ আসিফ ও ওয়াসিম পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্জন ধরে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ফরিদগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই। আবারও জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ও স্বর্ণ যুগ ফিরিয়ে আনতে হবে।
নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) প্রসঙ্গে শেখ সাজ্জাদ রশিদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির বিজয় নিশ্চিতে এখন থেকে মাঠে কাজ করতে হবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি, যুব সংহতিসহ সকল কমিটিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।