প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](/assets/news_photos/2023/04/28/image-32316.jpg)
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’ পরিচালিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার (২৪ এপ্রিল) বিকেলে এই ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন এবং মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়।
‘দেশ একটি সম্মিলিত উচ্চারণে’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সভাপ্রধানে অনুষ্ঠানের পূর্বে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মকবুল হোসেন পাটওয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং প্রধান বক্তা ছিলেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ, কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার, কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, নাট্যকার, সংবাদকর্মী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম হৃদয়।
‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’-এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভার পূর্বে চাঁদপুরের বিশিষ্ট কণ্ঠশিল্পী সজন সাহার নেতৃত্বে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সামছুজ্জোহা মজুমদার কনকসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ এবং আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রে যান। অতিথিদের মধ্যে কাজী শাহাদাত ও জাহাঙ্গীর আলম হৃদয় পাঠাগারে ৭টি বই প্রদান করেন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনে ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণে’র কালচোঁ শাখার সভাপতি রায়হান মজুমদারের নেতৃত্বে অন্য কর্মকর্তাবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।