রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় চাঁদপুর-লাকসাম রেলপথের কিলো (১৭৭) ৮/৯ মাঝমাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, অজ্ঞাতনামা ওই নারীকে বেশ কিছুদিন ঘটনাস্থল এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। রেললাইনের পাশেই থাকতেন তিনি। অনেকেই মানসিক রোগী মনে করে তাকে কিছু জিজ্ঞেস করতেন না। আজকে দুপুরে সাগরিকা ট্রেনে কাটা পড়ে ওই নারীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নিয়ে যায়।

চাঁদপুর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর হবে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়কে জানানো হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়