প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![মেধাবী তারুণ্য স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবে](/assets/news_photos/2023/04/28/image-32314.jpg)
ফরিদগঞ্জ আবিদুর রেজা (এ আর) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার আরেকটি ধাপে প্রবেশের সুযোগ পেয়ে থাকে। এ সুযোগকে ভালভাবে কাজে লাগাতে পারলে শুধু তাদের লাভ হবে না, লাভ হবে তার পরিবারের এবং দেশের। আমরা আজকের প্রজন্মের দিকে তাকিয়ে রয়েছি। যারা নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে আমাদের কাঙ্খিত স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আজকের এই বিদায় অনুষ্ঠান বিদায় নয়, শিক্ষার নতুন দিগন্তে প্রবেশের সূচনা মাত্র। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো মানুষ হতে হবে। কারণ ভাল মানুষ হতে পারলেই তুমি নিজের, পরিবারের এবং জাতির দায়িত্ব নিতে পারবে। তোমরা এখন বলতে গেলে মায়ের কোলে থেকেই পরীক্ষা দিবে। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের ফরিদগঞ্জ থেকে চাঁদপুর অনেক কষ্টে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে।
আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, অভিভাবকদের পক্ষে তোজাম্মেল পাঠান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মাহবুব আলম সোহাগ। পরে উপজেলা মসজিদের খতিব মাওঃ ইউনুছ হোসেন মুনাজাত পরিচালনা করেন।