প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![নবাগত জেলা জজ মহসিনুল হককে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2023/04/28/image-32313.jpg)
চাঁদপুরের নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বুধবার সকালে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদপুর এসে পৌছলে তাঁকে চাঁদপুর সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটশীপের বিচারকগণ।
২৬ এপ্রিল সকালে জেলা জজ আদালতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপনের নেতৃত্বে আইনজীবীরা নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বেগম ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ সাহেদুল করিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমীন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জিপি অ্যাডঃ আবদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জসিম পাটওয়ারী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, জেলা আইনজীবী সমিতির বতর্মান কার্যকরী কমিটির জেনারেল অডিটর অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।