প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
![ইচলীতে ডাকাতিয়া থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার](/assets/news_photos/2023/04/16/image-31945.jpg)
চাঁদপুর শহরতলীর ইচলী লঞ্চঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাত পুরুষের (৪৮) মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুজ্জামান জানান, ১৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটের সময় চাঁদপুর সদর মডেল থানাধীন ডাকাতিয়া নদীতে ইচলী লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় একজন অজ্ঞাত পুরুষ (৪৮)-এর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই।
উক্ত লাশ নদীর জোয়ারে অজ্ঞাত স্থান হতে ভেসে আসে এবং গত ২৪ ঘন্টার মধ্যে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ব্যাপারে থানায় মিসিং জিডি/মামলা/ তথ্য থাকলে জরুরি ভিত্তিতে জানানোর অনুরোধ করা হলো।
তিনি আরো জানান, লাশের পরনে নীল জিন্সপ্যান্ট, নেভিব্লু-সাদা স্ট্রাইপের হাফ হাতা গেঞ্জি, মুখে আধা পাকা লম্বা দাড়ি, লম্বা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি ও গায়ের রং ফর্সা।
পরিচয় শনাক্তের জন্য ০১৩২০১৬৪৫৪০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।