মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন ॥ লোডশেডিংয়ে চরম ভোগান্তি
মিজানুর রহমান ॥

তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চল। গত ছয়দিন যাবৎ চলছে এই অবস্থা। প্রচণ্ড গরমের সাথে বিদ্যুতের লোডশেডিং জনজীবনের ভোগান্তিকে আরো বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে বর্ষাকালে মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও গত চার-পাঁচদিন মৌসুমি বায়ু কম সক্রিয় আছে। ফলে বৃষ্টিপাত হচ্ছে কম। এর ফলে গরম বেড়েছে বেশি। প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জায়গায় মানুষ অস্থির হয়ে উঠেছে। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের।

অনেকে ফেসবুকে মন্তব্য করেছেন, ‘চাঁদপুরেও প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। তার সাথে চলছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। রোজার মাসে ইফতার ও সেহরির সময়ও লোডশেডিং হচ্ছে। এই অবস্থা আর কতদিন চলবে? দয়া করে বলবেন কী?’

শহরের একজন ব্যবসায়ী বলছেন, গতকাল দিনে এবং রাতে ছিল প্রচণ্ড গরম। এটা সহ্য করার মতো না। শনিবার গরম আরো বেশি।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে সরজমিন চাঁদপুর শহর এলাকায় পর্যবেক্ষণে দেখা যায় চৈত্রের শেষের দিকে এবং বাংলা নতুন বছর পহেলা বৈশাখের শুরুতে তীব্র দাবদাহে পুড়ছে চাঁদপুরের জনজীবন। সারাদেশের মতো এখানেও টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সববয়সী মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের চেয়েও আরো বেশি কষ্ট পাচ্ছে রোজাদাররা। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে মানুষ একটু শীতল বাতাসের খোঁজে রাস্তায় বের হয়ে আসছে। কিংবা বাড়ির উঠোনে বা ছাদে অবস্থান নিয়ে অপেক্ষা করছে কখন বিদ্যুৎ আসবে।

এই গরমে (১৫ এপ্রিল) ২ বৈশাখ শনিবার বেলা ৩টায় চাঁদপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত চারদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।

পুরাণবাজার ব্যবসায়িক এলাকার ভ্যানচালক মিন্টু বলেন, ‘চৈত্রের পর বৈশাখেও গরম কমছে না। এই তীব্র রোদের কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। ফলে আয়-ইনকাম কমে গেছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়