মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০

সড়কে সরব ট্রাক্টর, নিরব ভূমিকায় প্রশাসন
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জে যন্ত্রদানব ট্রাক্টর ও ট্রলির পেটে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তা। মাটি বহনকারী এই গাড়িগুলোর কারণে গ্রামীণ রাস্তায় বেশিরভাগ গর্ত তৈরি হয়। ফরিদগঞ্জ উপজেলার গ্রামাঞ্চলে ট্রাক্টর ও হর্ন-ব্রেকবিহীন ট্রলি প্রতিনিয়তই চলাচল করার কারণে রাস্তা ঘাট ভেঙ্গে হাঁটু পরিমাণ গর্তে পরিণত হচ্ছে। বেহাল হচ্ছে গুরুত্বপূর্ণ নতুন-পুরাতন বহু সড়ক।

এছাড়া অদক্ষ চালকেরা বেপরোয়াভাবে ট্রাক চালানোর কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকে এলাকাবাসী। উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে ট্রাক্টর-ট্রলি ব্যাপক চলাচলের কারণে ধূলো-বালিতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। সেই সাথে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বেপরোয়া চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কায় ভীত হচ্ছে জনসাধারণ। ট্রাকের কারণে সাধারণ মানুষকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আতঙ্কে থাকতে হচ্ছে কোমলমতি স্কুল শিক্ষার্থীদেরও।

জানা গেছে, প্রশাসন কর্তৃক এই দানব ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করা হলেও ফরিদগঞ্জে এগুলো অবাধে চলাচল করছে।

দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে একাধিক সাধারণ মানুষ জানান, এলাকার ইটভাটা মালিক ও প্রভাবশালী মহলের ক্রয়কৃত ওইসব ট্রাক্টর-ট্রলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নিচ্ছে। এছাড়া পরিবহন করছে বালু ও ইট। এতে করে যেমন নিচু হচ্ছে জমি, অপরদিকে ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যাচ্ছে গ্রামের যোগাযোগের কার্পেটিং রাস্তা ও মেঠোপথ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বহু রাস্তা। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন এলাকা থেকে অকালে নিভে যাচ্ছে তাজা প্রাণ। পঙ্গুত্ববরণ করেছে বিভিন্ন বয়সী মানুষ। অথচ ট্রাক মালিকেরা কোনো কিছুর তোয়াক্কা করছে না। ছোটখাটো দুর্ঘটনা ঘটলে যৎসামান্য চিকিৎসা খরচ দিয়ে পুনরায় সড়কে চলছে ইটভাটার ওইসব দানব। অথচ এসব বিষয়ে নির্বিকার উপজেলা প্রশাসন।

কয়েকজন মোটরসাইকেল চালক এবং সিএনজি স্কুটার চালক বলেন, কর্তৃপক্ষ শুধু আমাদের উপর বিভিন্ন সময় অভিযান চালায়। কিন্তু ওইসব দানব পরিবহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

ভুক্তভোগী জনসাধারণ অতি দ্রুত ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়