শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০

কচুয়ায় জনচলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণ ॥ জনদুর্ভোগ
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২শ’ পরিবারের চলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শ্রীরামপুর গ্রামের ছৈয়াল বাড়ি-নলুয়া বাড়ির জনচলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে গোলাফ হোসেন গ্রামবাসীর পক্ষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৩মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ছৈয়াল বাড়ি হতে নলুয়া বাড়ি পর্যন্ত রাস্তাটি ১শ’ বছরের পুরানো। এই রাস্তা দিয়ে গাজী বাড়ি, পাটওয়ারী বাড়ি, পূর্ব ছৈয়াল বাড়ি ও নলুয়া বাড়ির ২হাজার লোক প্রতিদিন চলাচল করে থাকে। দেয়াল নির্মাণের ফলে স্কুল, কলেজের শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা হচ্ছে। ফলে ক্রমেই জনদুর্ভোগ বেড়ে চলছে। সম্প্রতি ওই গ্রামের মৃত ইব্রাহিম প্রধানের ছেলে জুনায়েদ রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ওই গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ, আব্দুল লতিফ, জালাল উদ্দিন ও ওয়ালি উল্লাহ জানান, সরকারি হালটের ওপর দিয়ে যাওয়া রাস্তার ওপর জুনায়েদ গং জোরপূর্বক দেয়াল নির্মাণ করে। আমরা গ্রামবাসী অচিরেই রাস্তার ওপর নির্মিত দেয়াল সরিয়ে জনচলাচলের জন্য পূর্বের ন্যায় উন্মুক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জুনায়েদ জানান, আমার জায়গার ওপর দেয়াল নির্মাণ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়