শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০

মুঠোফোন কিনে না দেয়ায় কিশোরের আত্মহনন
প্রবীর চক্রবর্তী ॥

মুঠোফোন কিনে দেয়ার আবদার না মেটানোয় বাবা-মায়ের সাথে অভিমান করে মোঃ রবিউল (১৯) নামে এক কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া গ্রামে শুক্রবার (২৪ মার্চ) রাতে ঘটে। রবিউল ওই গ্রামের দিনমজুর ফারুক মিজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি আঃ মান্নান বলেন, মুঠোফোনে আসক্তি আমাদের নূতন প্রজন্মকে ভিন্নপথে ধাবিত করছে। এর থেকে পরিত্রাণের জন্য প্রতিটি পরিবারের বাবা-মাকে আরো দায়িত্বশীল হতে হবে। নিজেরাও মুঠোফোনে আসক্ত না হয়ে সন্তানদের প্রতি যত্নবান হতে হবে। তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে রবিউল তার বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনতে অর্থ দাবি করে। কিন্তু দরিদ্র বাবা-মা ছেলের আবদার মেটাতে না পারায় অভিমান করে শুক্রবার রাতে নিজের ঘরে কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন রবিউলকে পাশর্^বর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়েছি, সে তার বাবার কাছে মোবাইল ফোন কেনার জন্যে টাকা চেয়ে আসছে, টাকা না দেয়ায় সে বিষপান করেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, ফোন কিনে দিতে না পারায় বাবা-মায়ের ওপর অভিমান করে কিশোরটি আত্মহত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়