প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র নবাগত চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। শনিবার (২৫ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ইফতার সামগ্রী এলাকার দরিদ্র জনগোষ্ঠীর হাতে তুলে দেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রোজা রাখার সাথে সাথে আমাদের কর্মের মধ্যেও নিষ্ঠা থাকতে হবে। দেশের জন্যে কাজ করতে হবে। রমজানের সময় সকল স¦াবলম্বী মুসলিমের দায়িত্ব তার আশেপাশের দারিদ্র্য সীমার নিচে থাকা লোকজনকে সহায়তা করা। সেই প্রেক্ষিতে আমি আমার নিজের ক্ষুদ্র অবস্থান থেকে নিজ গ্রামের দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছি। আশা করছি আমার এই ক্ষুদ্র প্রয়াসে এসব পরিবার কিছুটা হলে রোজা শেষে ভালভাবে ইফতার করতে পারবে।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যানের পিতা প্রাক্তন শিক্ষক শামসুল আলম, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জসিম উদ্দিন আনসারী মিন্টু প্রমুখ।
এর আগে একই দিন সকালে তিনি নির্মাণাধীন উটতলী সেতুর কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন।