শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি শিশু পরিবারের পুকুরের ধৃত মাছ বিক্রি ও এতিম শিশুদের খাবারের জন্য প্রদান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সরকারি শিশু পরিবারের পুকুরের ধৃত মাছ বিক্রি ও এতিম শিশুদের খাবারের জন্য প্রদান করা হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল ২৪ মার্চ শুক্রবার পূর্বাহ্নে বাবুরহাটস্থ চাঁদপুর সরকারি শিশু পরিবারের পূর্ব দিকের ১টি পুকুরের মাছ ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-রিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি শিশু পরিবার, চাঁদপুরের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আলপনা চাকমা, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর সহকারী মৎস্য সম্প্রসারণ অফিসার প্রমুখ।

ধৃত মাছের মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঙ্গাশ, কাতল, রুই, মৃগেল, মিরর কার্প, তেলাপিয়া, সরপুঁটি, বিগহেড, চাপিলা ও মলা।

সবার উপস্থিতিতে শর্তানুযায়ী ধৃত বড় মাছের এক পঞ্চমাংশ এবং গুঁড়া মাছের এক তৃতীয়াংশ জেলেদের পারিশ্রমিক বাবদ দেয়া হয়।

অবশিষ্ট বড়, ছোট ও গুঁড়া মাছ তাৎক্ষণিক উপস্থিত জনসাধারণের নিকট মাছ ধরা কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি করে ২৯,২৭৭ টাকা পাওয়া যায়। এ টাকা বিধি অনুযায়ী জেলা প্রশাসক এবং সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়কের যৌথ স্বাক্ষরে পরিচালিত শিশুদের কল্যাণ ফান্ডে জমা রাখা হবে।

এছাড়া ২৩,৯৭৫ টাকা মূল্যের ৫২ কেজি বড় এবং ৩৫ কেজি ছোট মাছ এতিম শিশুদের খাবারের জন্য দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়