প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার চরকুমিরা চৌরাস্তা নামক স্থানে বুধবার ২২ মার্চ রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন পৌর এলাকার সাফুয়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে আসা সিএনজি অটোরিকশা অপরদিক থেকে আসা ব্যাটারীচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রী বিল্লাল হোসেন অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।