শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০

নতুন প্রজন্মকে স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের সঠিক ইতিহাস জানতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। এ সময় তিনি বলেন, পাক হানাদাররা এদেশের মানুষকে রাতের অন্ধকারে নিঃশেষ করে দিতে চেয়েছিল। তারা মনে করেছিল কিছু রক্ত ঝরালে হয়তবা তারা পিছু হটবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এদেশের মানুষ এক ও ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। ফলে পাক বাহিনীর অপরাশেন সার্চ লাইটের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম গণহত্যার ঘটনা ঘটিয়েছিল। কিন্তু বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। মাত্র ৯ মাসের যুদ্ধে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। ২৫ মার্চের কালো রাত্রিতে আমি আমার সহপাঠি ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের শহিদুল্লা হলের মেধাবী ছাত্র ফরিদগঞ্জের কৃতী সন্তান আবু তাহের পাঠানের মতো অসংখ্য লোককে হারিয়েছি। তাই গণহত্যার আলোচনা সভায় আমরা আমাদের এদেশকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের শপথ নিতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতার পরবর্তী সময়ের সঠিক ইতিহাস জানার সাথে সাথে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ আজকের এই শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে।

প্রভাষক মোবারক হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরি, প্রভাষক আঃ কুদ্দুছ মেজবাহ উদ্দিন, বেলায়েত হোসেন, আঃ হান্নান, শাহীনা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়