প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
দলীয় অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। ২২ মার্চ বুধবার বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি কাজী আঃ কুদ্দুছ রানা। তিনি বলেন, গত ৫ মার্চ ২০২৩ তারিখে চাঁদপুর জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ৬১ সদস্যবিশিষ্ট শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন দেন। সম্প্রতি একটি মহল নবগঠিত কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) কুরুচিপুর্ণ ও মিথ্যা গুজব ছড়িয়ে সংগঠন ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা গুজবে কান না দিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্য আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত থাকবেন। তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৩০ বছর ধরে এই দায়িত্ব পালন করছি। উপজেলা শ্রমিক দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। কারো কোনো অপপ্রচারে কান না দিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়াজী, এরশাদ আলম কাউছার, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মিয়াজী, সহ-যুগ্ম সম্পাদক মোঃ মানিক, আজগর আলী, দুলাল হোসেন, মোঃ মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক বেবি নাসরিন প্রমুখ।