প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গোয়ালভাওর বাজার সংলগ্ন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী গীতা স্কুলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় গীতা পাঠ, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে গীতা স্কুলের সভাপতি পার্বতী চক্রবর্তীর সভাপতিত্বে ধর্মসভায় বক্তব্য রাখেন জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষিকা তাপসী ভৌমিক, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট কণ্ঠশিল্পী জেলা জয়ধ্বনী সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ কর তন্ময়, চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক লিটন মজুমদার, গীতা স্কুলের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র দাস, সঞ্জয় চন্দ্র দাস, জ্যোতিষ সরকার, সুধীর চন্দ্র দাস, কাকলী চক্রবর্তী, ঝুটন চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন চন্দ্র দাস নিলয়।
উল্লেখ্য, ধর্মপ্রাণ স্বর্গীয় কমল চক্রবর্তী সনাতন ধর্ম প্রচারে সনাতন ধর্মাবলম্বী ছেলে-মেয়েদেরকে ধর্মীয় আদর্শে উজ্জ্বীবিত করার লক্ষ্যে চরমেশা, চরবসন্তপুর, ছোট ধানুয়া, বড় ধানুয়া, জয়গঞ্জ, ভাদুর, ফরিদগঞ্জ, কাছিয়া পাড়া, কড়ৈতলী, শাহারাস্তি, দুর্গাপুর, গুপ্টি, গোবিন্দপুর সহ বিভিন্নস্থানে প্রায় ২০টি গীতা স্কুল স্থাপন করেন। ২০১৯ সালে হঠাৎ করেই কমল চক্রবর্তী হার্টঅ্যাট্যাক করে পরলোকগমন করেন। পরবর্তী সময় তার সুযোগ্য সহধর্মিণী শ্রীমতি পার্বতী চক্রবর্তী গীতা স্কুলের হাল ধরেন এবং সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। পার্বতী চক্রবর্তীর এই ধরনের প্রচেষ্টায় এলাকার সনাতন ধর্মাবলম্বীগণ সন্তুষ্টি প্রকাশ করেন। গীতা স্কুলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এই দিন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী শ্রী লোকনাথ মন্দিরে ভোগরাগ অনুষ্ঠিত হয়। ভোগরাগ শেষে হাজারো ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়।