শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ বছরের শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের ৩য় তলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনের সভাপ্রধানে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ কাশেম মিজি সেলিমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন, পাঠদানের পাশাপাশি মানবিক মূল্যবোধ তৈরি করে এ ধরনের শিক্ষা দিতে হবে। দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিতি পায় এ ধরনের শিক্ষা তাদের দিতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পিতা-মাতা তাদের সর্বোচ্চ চেষ্টা করে তোমাদের লেখাপড়া করানোর জন্যে বিদ্যালয়ে পাঠিয়েছেন তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই মানসম্পন্ন লেখাপড়া করে ভালোভাবে পরীক্ষা দিতে হবে। স্কুলের সুনাম ও নিজের ভবিষ্যত গড়তে হবে। লেখাপড়া করে জানতে হবে, বুঝতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, আক্কাছ আলী সপ্রাবির প্রধান শিক্ষক রুবিনা রহমান, ৬নং আদর্শ সপ্রাবির প্রধান শিক্ষক শাহজাদী সাবিহা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী আমেনা আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মারজানা সিদ্দিকী এবং স্মৃতিচারণ করেন হামিদা জাকির জয়িতা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওঃ ইমরান হোসেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে স্কেভেঞ্জার্স সপ্রাবির প্রধান শিক্ষক রহিমা বেগম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন। অনুষ্ঠান শেষে হামদ, নাত এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় পুরস্কার হিসেবে দুইভাগে ৬ জনকে বাংলা তর্জমাসহ পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়