প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুরে নারী সংগঠন ‘বিজয়ী’র উদ্যোগে এবং চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩০ জন নারীকে নিয়ে বেসিক পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। বেসিক কোর্স প্রশিক্ষণ প্রদান করেন সিআইবি এন্ড সিএইচএল-এর মাকেটিং ডিরেক্টর আয়েশা বেগম মুন্নী।
‘বিজয়ী তৈরিতে বিজয়ী’-এই স্লোগানে বুধবার ফ্রি প্রশিক্ষণ কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার ইশতিয়াক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী যুব উন্নয়ন অফিসার দলিল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মনিরা চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেন, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আশিক খান, বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। এ সময় উপস্থিত ছিলেন ৩০ জন প্রশিক্ষণার্থীসহ বিজয়ীর সদস্যরা।