প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, র্যালি এবং ইসলামিক ফাউন্ডেশনসহ ইসলামের প্রচার প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় ফিশারী গেইট সংলগ্ন নূরজাহান ভিলার ইফার জেলা কার্যালয়ের হল রুমে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক র্যালি প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পটওয়ারী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মানবতা শেখায়। আর মানব জাতির কল্যাণে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন ইসলামিক ফাউন্ডেশন। এ প্লাটফর্ম এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ স্থাপন করে ইসলাম প্রচার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ইসলামের নানা বিষয়ে কাজ করে। বঙ্গবন্ধু হাজীদের জন্য জাহাজ কিনেছেন। মদ হাউজি বন্ধ করে দিয়েছেন। আর জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছিল।
ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন।
সভায় ইফার মাস্টার ট্রেইনার মোঃ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ষোলঘর নূরানী জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ সানাউল্লাহ। নাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক।
উপস্থিত ছিলেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, বিষ্ণুপুর আল মদিনা জামে মসজিদের খতিব মুফতি আবু বকর বিন ফারুক, ইফার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিন ও মোঃ আবদুল ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ। ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ২২ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
ইফার প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।