প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরও ১৮ পরিবার
সবার জন্য আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে কচুয়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ১৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ আধাপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সারাদেশের ন্যায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপ্রধানে ও সহকারী প্রোগ্রামার মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন।
উপকারভোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ জালাল হোসেন ও সালমা আক্তার। আলোচনা শেষে আশ্রায়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের ১৮টি ঘরের উপকারভোগীদের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করা হয়।