প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার হরিণা নৌ ফাড়ির অভিযানে ৩ জেলেসহ বিপুল পরিমাণ জাল আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হরিণা নৌ সীমানায় অভিযান চালিয়ে রশিদ খা (৪৫), মাফু মাঝি (৬০), নাছির বেপারী (৪৮) সহ প্রায় ৩ লাখ ৬০ হাজার ২০০ মিটার জাল জব্দ করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন হরিনা নৌ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান। তিনি জানান, আমরা সতর্ক অবস্থানে রয়েছি যাতে জেলেরা নদীতে নামতে না পারে।